সংহতি কবিতা উৎসব: অনিবার্য অক্সিজেন
কবিতা উৎসব

সংহতি কবিতা উৎসব: অনিবার্য অক্সিজেন

বাংলা টাউনের জমজমাট কবিতা উৎসব সেরে বহুদিন পর অনেক রাত করে রেডব্রিজে ফিরলাম। আমার হাতে বিলেতে বসবাসকারী কবিদের প্রকাশিত একগুচ্ছ কবিতার বই, সদ্য পাওয়া সংহতি সাহিত্য পুরস্কারের ক্রিস্টাল ক্লিয়ার ট্রফি, সনদ ও ফুল। প্রতিবেশীরা ঘুমে। নীরবে ঘরের দরোজা খুলতেই সশব্দে খুলে গেল স্মৃতির তোরঙ। আর ন্যাপথলিনের গন্ধে ভরে গেল গ্যান্টস হিল। স্বাধীনতার আগে, তখন কেবলই গদ্য লিখি। কিন্তু খুব কবি হওয়ার ইচ্ছা। বন্ধু বাবলী হক আর আমি তখন বোদলেয়ারে বুঁদ হয়ে থাকি। একদিন কবি নির্মলেন্দু গুণের কাছে একটি কবিতা লিখে দিই তাঁর পরিচিত কোনো সম্পাদককে দিতে। কিন্তু সে কবিতা তাঁর লম্বা পাঞ্জাবির পকেটে রিপ ভ্যানের মতো লম্বা ঘুম দেয়। পৃথিবীর আলো আর দেখে না। দেশ স্বাধীন হয়। গল্পের সঙ্গে নিরন্তর চেষ্টা করে যাই কবিতার। একদিন কাটাকাটির পর হাতে যা অবশিষ্ট থাকে, তা নিয়ে সাপ্তাহিক বিচিত্রার কাজ শেষ করে দৌড়ে উঠে যাই দৈনিক বাংলার তিনতলায়। সেখানে বসে পত্রিকার সাহিত্য বিভাগ দেখেন শুভ্রকেশী চিরতরুণ কবি আহসান হাবীব। ঘামজরজর হাতে কবিতাটা দিই। এবার ছাপা হয়। কদিন পর রফিক আজাদের সম্পাদনায় রোববার-এ আরেকটা। তারপর গাজী সাহাবুদ্দিনের সম্পাদনায় সন্ধানীতেও! নিজের কবিতা দেখে আনন্দে হাততালি দিতে ইচ্ছে করে। এমন সময় ১৯৮০ সালে কিংবদন্তির কবি আবু জাফর ওবায়দুল্লাহর প্রণোদনায় কবি শামসুর রাহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠিত হলো কবি ও সাহিত্যিকদের নিয়ে ‘পদাবলী’ কবিতা সংগঠন। কবিতা সংগঠন করে কি কবি হব? কিন্তু কাব্য আড্ডা ও অনুষ্ঠানের জন্য যা হলো, তা হলো পড়াশোনার জন্য উসকানিটা। আর আমাদের লেখার ওপর চলতে লাগল সমালোচনার নির্দয়া করাতকাটা। এরপর সম্ভবত ১৯৮৫ সালে স্বৈরাচারী এরশাদ বিলেত থেকে রাজকবি টেড হিউজকে এনে এয়ারকন্ডিশন্ড হলে করলেন ‘এশীয় কবিতা উৎসব’। আমরা পদাবলীর উদ্যোগে টিএসসির উন্মুক্ত সড়কদ্বীপে তার পাল্টা আয়োজন করলাম দেশীয় কবিতা উৎসব। একসময় আমাদেরও সময় এল। আর এদিকে আটজন কবির এপিঠ-ওপিঠ করে চারখানা গ্রন্থের এক সুদৃশ্য মোড়ক হলো। পুরো কাভারে তরুণ ফটোগ্রাফার নাসির আলী মামুনের তোলা সবার পোর্ট্রেট গেল। নাম হলো ভালোবাসার কবিতা। যুগলবন্দী প্রকাশনী তা প্রকাশ করল ১৯৮৩ সালের বাংলা একাডেমীর একুশে বইমেলায়। আধখানা হলেও সেটা ছিল আমার প্রথম বই! তারপর আকাশের আঁচল কত ভিজেছে মেঘে। দুই দশকেরও বেশি দেশের ঘ্রাণ আর প্রাণ থেকে বহু দূরে। এখনো বোদলেয়ারের সেই আশ্চর্য রহস্যময় মেঘদল খুঁজি—বিলেতের আকাশেই। এখনো কবি হতে চাই। আজ সারা দিন সংহতির কবিতাবৃষ্টিতে আমার ঘর আর আঙিনা একাকার হয়ে গেল। নিজ বাসভূমে পরবাসী হয়ে বুঝতে পারিনি কখন এই দেশ তৃতীয় বাংলা হয়ে গেছে। সেই বেলা ১১টায় আমি পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে ছিলাম। আর ফিরলাম রাত সাড়ে ১১টায়।

অদ্ভুত এক ঘোরে আটকে ছিলাম সারা দিন। নানা রঙের বেলুন-ফেস্টুন উড়িয়ে সংহতির তৃতীয় কবিতা উৎসবের উদ্বোধন করলেন কলামিস্ট লেখক আবদুল গাফ্ফার চৌধুরী। এবার বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হয়ে এসেছেন কবি মহাদেব সাহা। উদ্বোধনের পর বেলুন উড়ল, শিশুরা গান করল, নানা রকমের কবিতার ব্যানার নিয়ে সবাই ব্রিকলেন ফুঁড়ে র‌্যালি করে এসে ব্রাডি আর্টস সেন্টারে জড়ো হলে শুরু হলো দিনভর আনন্দ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তির মাধ্যমে জনপ্রিয় উপস্থাপক রেজোয়ান মারুফ ও মুনিরা পারভীন রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করলেন এবারের কবিতা উৎসব। তারপর মিতা তাহের সংহতির শিশুশিল্পীদের নিয়ে যখন একটার পর একটা গান করতে লাগলেন, আমি তখন মুগ্ধ হয়ে শুনলাম তাঁদের বাংলা উচ্চারণ। বোঝার উপায় নেই এঁদের প্রধান ভাষা ইংরেজি। এরপর কয়েকটি পর্বে অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন বিলেত, আমেরিকা, ফ্রান্স, বাংলাদেশ, ভারত থেকে আগত প্রায় ৭০ জন কবি। আবৃত্তি পর্বে আবৃত্তি পরিবেশন করে পুনশ্চ, কণ্ঠপ্রবাস ও বিশ্বসাহিত্য কেন্দ্র। একক আবৃত্তি করেন উর্মি মাযহার, সৈয়দ আফসার উদ্দিন, ড. জাকি রেজোয়ানা আনোয়ার প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইভা রহমান, শাহিনূর হিরক, মিতা তাহের প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্য ও কবিতা পাঠ করেন কবি ও নাট্যকার মাসুদ আহমেদ, কথাসাহিত্যিক সালেহা চৌধুরী। বক্তব্য দেন কবি ও সাংবাদিক মুহিত চৌধুরী, লেখক সাংবাদিক উর্মি রহমান ও অনুবাদক সাগর চৌধুরী। কবিতা ও কথকতা জমে উঠলে শুরু হলো সম্মাননা ও সংহতি সাহিত্য পরিষদ পুরস্কার প্রদান। সংহতির আজীবন সম্মাননা পেলেন শ্রদ্ধেয় লেখক সাংবাদিক কাদের মাহমুদ। আর মরণোত্তর সম্মাননা প্রদান করা হলো সদ্য প্রয়াত কথাসাহিত্যিক হিরণ্ময় ভট্টাচার্যকে। কাদের ভাই শুধু কবি নন, সমালোচনা সাহিত্য ও গল্পের জন্যও বিশেষ খ্যাতিমান। হিণ্ময় দাদার রসজ্ঞানসমৃদ্ধ রচনা নিয়ে এটাই বলা যায় যে সাহিত্যে কৌতুক সৃষ্টি করার মতো দুরূহ কাজটি তিনি করেছিলেন। গুণীজন পদক প্রদান করা হলো বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি মহাদেব সাহাকে। মহাদেবদা বললেন, এখানে যেভাবে বাংলাদেশের বাইরে নিজের ভাষা, সাহিত্য-সংস্কৃতি পৃথিবীর কাছে তুলে ধরা হচ্ছে, তা দেখে তিনি বিস্মিত। গাফ্ফার ভাই বললেন, এই উৎসবকে বলা যায় বাংলা কবিতার ত্রিবেণী সঙ্গম। ঢাকা ও কলকাতার সঙ্গে বিলেতসহ ইউরোপ, আমেরিকা ও অন্যান্য দেশের বাংলা কবিতার প্রাণপ্রবাহের মিলন হচ্ছে এখানে—একধরনের মোহনার সৃষ্টি হচ্ছে। কবিতার জন্য সংহতি সাহিত্য পুরস্কার ২০১১ পেলাম আমি! ঘোষণা শুনে সেকি চাঞ্চল্য আমার! শুধু ক্রিস্টাল ট্রফি ও বাঁধানো সম্মাননা নয়, সঙ্গে অর্থও। ভাবা যায়! আপনি ট্রেনে কিংবা টার্কিতে বসে লিখতে পারেন। দহগ্রামে কিংবা ঢাকায় বসেও লিখতে পারেন। সে কবিতা বা গল্প কোথায় বসে লিখছেন, তা দিয়ে আপনি চিহ্নিত হতে পারেন না। কাশবনের কন্যা কিংবা লালসালু লিখতে সামসুদ্দিন আবুল কালাম ও সৈয়দ ওয়ালীউল্লাহকে বাংলাদেশে যেতে হয়নি। বিশ্বের যেখানেই থাকুন না কেন, যদি বাংলা ভাষায় সাহিত্যচর্চা করেন আর আপনার শিকড় যদি হয় বাংলাদেশে, আপনি বাংলাদেশেরই কবি।

নানা আয়োজন আর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দুদিন ব্যাপী সংহতি বাংলা কবিতা উৎসবের সমাপ্তি হলো। গত ৩ ও ১০ জুলাই অনুষ্ঠিত হয় সংহতি আয়োজিত তৃতীয় বাংলা কবিতা উৎসব। উৎসবে বাংলাদেশ থেকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি মহাদেব সাহা। তাছাড়াও ইউরোপ আমেরিকা ও বাংলাদেশ থেকে অনেক কবিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাহিরে যুক্তরাজ্যের লন্ডনে সংহতি-ই সর্বপ্রথম বাংলা কবিতা উৎসবের আয়োজন করে ২০০৮ সালে। তারই ধারাবাহিকতায় এবারেও অনুষ্ঠিত হয় বাংলা কবিতা উৎসব। স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, কাব্যনৃত্য, কাব্যনাট্য সঙ্গীত ও জারী গানের আয়োজন আর বিপুল সংখ্যক কবি-সাহিত্যিক ও সাহিত্য প্রেমীদের উপস্থিতিতে সমাপ্ত হলো সংহতি সাহিত্য পরিষদ আয়োজিত ’বাংলা কবিতা উৎসব। ৩ জুলাই রোববার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে নানান রঙের বেলুন ফ্যাস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লেখক কলামিস্ট আব্দুল গাফ্‌ফার চৌধুরী ও বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি মহাদেব সাহা ও সংহতি’র প্রতিষ্ঠিতা সভাপতি কবি ফারুক আহমদ রনি। উদ্বোধন ঘোষণার পর বিভিন্ন শহর এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে উৎসবে যোগ দেয়া কবি সাহিত্যিকদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি শুরু হলে সবার মুখে উচ্চারিত হয় কবিতার জয়গান। কবিতায় কবিতায় সাজানো প্ল্যাকার্ড আর ব্যানার হাতে বাংলা টাউনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালির সমাপ্তি হয় ব্র্যাডি আর্ট সেন্টারে। কবিগুরু রবীন্দ্রাথ ঠাকুরের কবিতা আবৃত্তির মাধ্যমে জনপ্রিয় উপস্থাপক রেজোয়ান মারুফ ও মুনিরা পারভিনের উপস্থাপনায় বিকেল তিনটা থেকে শুরু হয় উৎসবের মূল পর্ব। বিশিষ্ট কণ্ঠশিল্পী মিতা তাহের সংহতির শিশু শিল্পীদের নিয়ে পরিবেশন করেন রবীন্দ্রনাথের গান ’আগুনের পরশমনি’ এবং ‘আলো আমার আলো’ গানের সাথে নৃত্য পরিবেশন করে উদীচী’র শিল্পীরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত বার্ষিকী উপলক্ষে উৎসর্গিত এবারের কবিতা উৎসবে অতিথি হিসেবে আমন্ত্রিত বিশিষ্ট কবি মহাদেব সাহা বলেন, বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী কবি-সাহিত্যিকদের নিয়ে এমন একটি উৎসব দেখে আমি অভিভূত। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সাথে নিজের ভাষা, সাহিত্য-সংস্কৃতি পৃথিবীর কাছে তুলে ধরতে সংহতির এই আয়োজন সাধুবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য। প্রবাসে এতো ব্যস্ততার মধ্যে শুধু কবিতার জন্য একটি দিন, শুধু কবিতার ভালোবাসায় এতো লোকের সমাগম আমাকে মুগ্ধ করেছে। এত সুন্দর আয়োজন, উদ্যোক্তাদের আন্তরিকতা আর বিলেতে কবি-সাহিত্যিক ও সাহিত্য চর্চা দেখে একজন বাংলাভাষী কবি হিসেবে আমি আনন্দিত, আশাবাদী ও গর্বিত। বিলেতে পূর্বে আসার স্মৃতি, বাংলা কবিতা, কবিতা উৎসব এবং এবারের সফরসহ নানান প্রসঙ্গ টেনে বক্তৃতা শেষে কবি পড়ে শুনান নিজের কবিতা । হল ভর্তি উপস্থিতি তখন মগ্ন হয়ে শুনেন তাঁর কবিতা। আমন্ত্রিত কবি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক কলামিস্ট আবদুল গাফ্‌ফার চৌধুরী সংহতির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ উৎসব কে বলা যায় বাংলা কবিতার ত্রিবেণী সঙ্গম। ঢাকা ও কলকাতার সঙ্গে বিলেতসহ ইউরোপ, আমেরিকা ও অন্যান্য দেশের বাংলা কবিতার প্রাণ প্রবাহে এখানে এক ধরনের মোহনার সৃষ্টি হচ্ছে। যার গতি ক্রমশই বেগবান হবে বলে আমি আশাবাদী। সংক্ষিপ্ত বক্তব্য ও কবিতা পাঠ করেন কবি ও নাট্যকার মাসুদ আহমেদ, কথা সাহিত্যিক সালেহা চৌধুরী আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ থেকে আগত কবি মুহিত চৌধুরী, লেখক সাংবাদিক উর্মি রহমান ও সাগর চৌধুরী। কয়েকটি পর্বে বিন্যস্ত অনুষ্ঠানে বিলেত, আমেরিকা, ফ্রান্স, বাংলাদেশ, ভারত হতে আগত কবিদের মধ্যে প্রথম দিনের কবিতা উৎসবে স্বরচিত কবিতা পাঠ করেন কবি কাদের মাহমুদ, মাসুদ আহমেদ, সালেহা চৌধুরী, শামীম আজাদ, ফেরদৌস রহমান, সৈয়দা মঞ্জু মজিদ, মাশুক ইবনে আনিস, সংহতির প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ রনি, আবু মকসুদ, দেলওয়ার হোসেন মঞ্জু, মিলটন রাহমান, কাজল রশিদ, দিলু নাসের, মঞ্জুরুল আজিম পলাশ, লোকমান আহমদ, ওয়ালি মাহমুদ, অলি রহমান, মঞ্জুলিকা জামালী, শাহনাজ সুলতানা, শাহ শামীম আহমদ, মুজিব ইরম, খাতুনে জান্নাত, আলী আসগর, সৈয়দ রুম্মান, নজরুল ইসলাম নাজ, জামিল সুলতান, সুফিয়া নুরুজ, সাইফ উদ্দিন আহমদ বাবর, সেবুল আহমদ, নজরুল ইসলাম হাবিবী, সাজেদা সৈয়দ, মাহফুজা তালুকদার সহ প্রায় ৭০ কবি স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন। আবৃত্তি পর্বে দলীয় আবৃত্তি পরিবেশন করে পুনশ্চ:, এবং কণ্ঠপ্রবাস। একক আবৃত্তি করেন, প্রপা, নির্ঝর, তপন, লুৎফুন নাহার বেবি, উর্মি মাযহার, সৈয়দ আফসার উদ্দিন, ড. জাকি রেজোয়ানা আনোয়ার। কাব্যনৃত্য পরিবেশন করেন রিয়ানা তৃনা। রবীন্দ্রনাথের শেষের কবিতার অংশ বিশেষ নিয়ে কাব্যালেখ্য পরিবেশন করে বিশ্বসাহিত্য কেন্দ্র। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইভা রহমান, শাহিনূর হিরক, মিতা তাহের এবং নৃত্য পরিবেশন করে সত্যেন সেন স্কুল অব পার্ফর্মিং আটস ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর হাফা ও রাফা এবং শম্পা। সংহতি সাহিত্য পরিষদ প্রতিবারের মত এবারও সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্য সংহতি পদক এবং গুণীজন পদক প্রদান করেছে। কবিতায় সংহতি সাহিত্য পদক ২০১১ দেয়া হয় বাংলা সাহিত্যের অন্যতম কবি শামীম আজাদকে। আজীবন সম্মাননা পদক প্রদান করা হয় লেখক, সাংবাদিক কাদের মাহমুদ কে। মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় সদ্য প্রয়াত কথাসাহিত্যিক হিরণ্ময় ভট্টাচার্যকে। গুণীজন পদক প্রদান করা হয় বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি মহাদেব সাহাকে। সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল হক এহিয়ার স্বাগত বক্তব্য এবং শামীম শাহানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় দু’দিন ব্যাপী কবিতা উৎসবের প্রথম দিনের সফল সমাপ্তি হয় সংহতির সভাপতি ইকবাল হোসেন বুলবুলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে। দ্বিতীয় দিনের কবিতা উৎসব অনুষ্ঠিত হয় টেমস্ নদীতে নৌ-বিহারের মাধ্যমে। বিলেতের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দুই শতাধিক কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে এক আনন্দ উৎসবে আন্দোলিত হয়ে ওঠে টেমস নদীর উত্তাল জল। কবিতা, গান, গল্প আর আড্ডায় বয়ে নিয়ে এসেছির এক নান্দনিক পরিবেশ। কবিতা পাঠ, আবৃতি আর সঙ্গীতের ফাঁকে ফাঁকে খাবার পরিবেশনার মাধ্যমে গ্রীষ্মের দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত চলে কবিতা উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন।

 

12 Comments

  • As with all oral steroids, the poisonous effects on the
    liver make it unsuitable and doubtlessly dangerous to take for longer than eight weeks.
    It’s not simply the liver you must worry about with a
    longer Winstrol cycle. The other purpose to not exceed
    an 8-week cycle is Winstrol’s effect on ldl cholesterol.
    Winstrol can be used in veterinary drugs to extend appetite and pink blood cell manufacturing and
    help with weight acquire. In the world of horse racing, Winstrol grew to
    become a sought-after unlawful performance-enhancement
    drug. As a outcome, most US states now prohibit racehorses
    from having any stage of Stanozolol of their system.

    Utilizing Aromasin or other estrogen blockers is important if
    you’re operating Dbol — regardless of your phase.
    Ingesting alcohol should be averted on Dianabol,
    with studies exhibiting it to be hepatotoxic and thus increasing the probabilities
    of liver injury (Wilder, 1962). When the liver is
    excessively strained, we notice the body reduces hunger.
    This acts as a self-defense mechanism, decreasing the load on the organ as it really works to course
    of meals. In contrast, taking 15 mg/day of Dianabol purchased from the black market
    right now may solely truly be 5 mg/day due to sellers generally diluting the product.

    If you’re on the lookout for a secure and legal various to Dianabol, I advocate you attempt D-Bal from CrazyBulk.
    CrazyBulk presents a buy two get one free deal on all of their merchandise,
    so if you’re interested in making an attempt D-Bal, now
    is the time.
    In current years, it has been much more obvious what is the strongest steroid (https://www.valley.md) quantity of athletes and bodybuilders are using steroids
    to higher their body’s potential. With so much misinformation,
    from health club myths to misguided advice, it’s necessary to note
    that a safe and effective cycle requires proper planning.
    Starting your first steroid cycle is an enormous decision, whether you need to build muscle, improve energy,
    or improve your physique. Nevertheless, the utilization of steroids comes with well being dangers, and understanding the
    right method is crucial. Although Oxandrolone and Stanzolol are often thought of to be similar compounds, i.e., ‘cutting’ steroids which would possibly be nice
    for recomping and increasing energy, they do truly work properly together.

    It Is appropriately referred to as the “granddaddy” of
    anabolic steroids since it was the primary to be developed, and it’s
    still one of the most broadly used steroids at present.
    This calculator helps visualise your whole Anabolic Steroids Cycle by mapping peaks/amount of energetic
    steroid compounds (mg/day) inside your body. Helps to simply plot the energetic compounds/peaks on a chart to raised
    understand the influence of a steroid cycle.

    Export/print your results in multiple formats similar to Image/PDF/CSV/XLS
    and so forth This calculator is a heavily updated model of steroidcalc, which is not available anymore over the internet.

    In comparability, whole testosterone by itself has no impact on body
    composition; nonetheless, each of those readings will rise significantly when taking Dianabol.

    If a person is discovered promoting steroids, the maximum
    punishment is 5 years in prison and a $250,000 fine.
    Apparently, Primobolan isn’t C-17 alpha-alkylated, regardless of present in oral kind.
    As A Outcome Of Primobolan is a milder compound,
    it is not going to replicate the results of Winstrol or
    trenbolone. Deca Durabolin also raises prolactin ranges,
    which can diminish libido in males. We have found that the addition of cabergoline, a dopamine receptor, has an inhibitory impact on prolactin.
    It can easily set you back many hundreds of dollars to a 4-6 month HGH cycle.
    Its major objective (as you’d count on from its name) is
    to advertise growth. But when degenerative brain illness was present in deceased HGH
    sufferers, that form of HGH extraction was ceased, and biosynthetic HGH was developed
    and used for medical functions.
    With the launch of its authorized Dianabol drugs within the United States, DBal Max is
    delivering on the promise of actual muscle-building power of Dbol tablets without the risks of conventional steroids.
    Athletes and health fanatics worldwide can now pursue world-class features, knowing that their well being and compliance are never in jeopardy.

    Proviron does this by increasing the metabolites of different steroids, similar to Dianabol.
    It additionally binds to SHBG (sex hormone-binding globulin) with
    a excessive affinity, growing free testosterone levels.

    Turinabol is far more than just Dianabol, with no estrogenic side effects.
    Tbol is actually still anabolic but at a significantly decrease stage, and as such,
    it’s used for different functions than Dbol. In quick, Dianabol is for fast,
    huge weight gain and infrequently kick starts an off-season bulking cycle.

    Anticipate high-quality muscle and strength positive aspects with
    the mixture of these two steroids and the inclusion of
    Testosterone at a upkeep dosage for this 8-week cycle.
    Tbol is derived from testosterone with some modifications that make it less androgenic in activity
    however still powerfully anabolic.

  • One Other potential good thing about Stanozolol is its impact on collagen synthesis and bone
    mineral density. Some studies suggest that Stanozolol can enhance collagen production, which could theoretically lead
    to stronger tendons and ligaments. This effect, if confirmed, could probably be useful for damage prevention and recovery.
    Nonetheless, it is essential to notice that the analysis on this area is restricted, and some research have proven conflicting outcomes.

    Moreover, it is recognized for its fat-burning properties, making
    it a preferred choice for chopping cycles. In most circumstances an excellent Winstrol
    cycle will run for about 6-8 weeks at a dosing of 50mg every single day.

    Some will discover 50mg every different day
    to be all they need but as this anabolic steroid has
    a really brief half-life, particularly in tablet kind
    every day administration is usually finest. 50mg per day seems to be good for most any man regardless of his degree of expertise and we don’t recommend going past the 8 week
    mark as this steroid is somewhat liver poisonous. Winstrol is among the more hepatic anabolic steroids
    we will ever use but thankfully if used responsibly the liver will return to regular values in a short time after use has
    been discontinued. The only exception we would make regarding the dose of a
    Winstrol cycle is for the competitive bodybuilder in course of the
    very end of his contest prep cycle.
    The anabolic properties of Stanozolol mixed with the bronchodilator effects of Clenbuterol makes this
    stack a popular alternative amongst athletes looking to improve their performance.
    The beneficial dosage for Clenbuterol is between 20 and 40mcg per day,
    whereas for Stanozolol, it’s between 30 and 50mg
    per day. It is advisable to begin at a decrease dose and gradually
    improve it, depending on how your physique reacts.
    When it involves the period of the cycle, it’s typically
    really helpful to begin out with a 12-week cycle.
    Overall, Dianabol and Winstrol may be safely stacked collectively, but it is
    necessary to accomplish that underneath the steerage of a medical skilled.
    Methandrostenolone is taken orally, and it works by growing the exercise of
    an enzyme referred to as protein kinase, which helps to construct muscle tissue.
    As a end result, Winstrol Depot is an excellent selection for
    athletes who want to bulk up rapidly without gaining too much
    fats. It’s a supplement utilized by a wide range of athletes
    who must meet certain weight necessities before competing.

    Winstrol has been utilized by athletes in speed- and power-focused sports activities like monitor and field,
    swimming, and blended martial arts. It boosts explosive performance, muscle hardness, and recovery instances, permitting users
    to train more incessantly with better intensity.
    A well-structured Winstrol cycle can offer a variety of benefits, particularly for bodybuilders trying to refine their physique and maximize efficiency outcomes.
    For these trying to stability weight reduction with muscle achieve,
    Stanozolol is a popular option, much like the transformations
    seen in health fashions and personal trainers. Throughout my cycle,
    I closely monitor my body’s response to those compounds.
    This may embrace monitoring adjustments in physique
    composition, power, endurance, and total well-being.

    These substances are categorized as managed substances and are solely legally available with a prescription for
    specific medical situations. It’s necessary to notice that
    these dosages are basic recommendations and may vary depending on particular person factors corresponding to
    expertise, tolerance, and objectives. It’s all the time
    greatest to start with the bottom efficient dose and
    steadily improve if needed.
    Most unwanted effects of Winstrol will be short-term
    while you’re utilizing the steroid, with normal perform returning a short time after stopping a cycle.
    This stack locations Winstrol within the ultimate weeks only, permitting its highly effective drying results to kick in in preparation for competition. Masteron is, in fact,
    an injectable-only steroid, and with a half-life of only two days,
    it requires several injections per week; so if you only need
    orals, then Winny can be your selection.
    It’s necessary to know the proper dosing pointers to maximise advantages
    and decrease unwanted effects. Stanoxyl (Stanozolol) is a powerful slicing agent when used responsibly and in well-structured stacks.
    By understanding its interactions—both synergistic and risky—you can build a physique that’s dry, sturdy,
    and competition-ready with out compromising your well being.
    In conclusion, each season presents unique highlights that enhance Kyiv Bike Tours.
    Consequently, it’s essential to align your biking itinerary with your pursuits, whether or
    not they involve cultural festivals, culinary experiences, or just
    having fun with the beauty of Kyiv’s landscapes.

    On the other hand, the depot kind refers again to the injectable application of Winstrol.
    It’s typically injected instantly into the muscle, permitting for a sluggish and steady launch into
    the bloodstream, which regularly results in extra sustained outcomes.
    When planning a Stanozolol cycle, it could be very important contemplate your particular
    person targets and body composition. These factors
    will assist decide the appropriate dosage and duration of your cycle.
    When it comes to designing a Stanozolol cycle, there are several factors that must
    be thought-about in order to make sure security and optimize outcomes.

    The perfect Winstrol injection dosage is to take Winstrol Depot
    injection tp 50 mg per day for six to eight weeks.

    Understanding the results of Stanozolol on the body is
    crucial for making certain secure and effective usage. Stanozolol, identified widely as Winstrol,
    has undoubtedly left its mark on the world of sports and physique enhancement.
    The unique properties of Stanozolol, notably its non-aromatizing nature and potential for performance enhancement, have carved out a
    selected area of interest within the realm of anabolic steroids.
    Stanozolol, commonly known as Winstrol, is a well-liked
    anabolic steroid used by athletes and bodybuilders to reinforce performance and obtain lean muscle gains.

    References:

    none

  • Females typically use Anavar because it’s thought of one of many
    milder steroids. It’s much less more probably to trigger severe unwanted effects in comparability with other anabolic
    steroids and is effective in lowering body
    fat. Well-liked stacks embody combining Anavar with testosterone
    for balanced outcomes while managing potential risks.
    Diuretics are an alternative choice, but they aren’t beneficial for bodybuilders since they could place additional strain on their kidneys
    and lift their threat of creating renal diseases. In most circumstances, the degree of liver stress generated by
    Anavar is insufficient to warrant worry. This is due to the truth that the liver is a remarkably resilient organ, even when abused.

    Oxandrolone is a wonderful addition to a slicing and conditioning stack and is mostly a go-to steroid for these functions.
    Because it’s well-known that Anavar hardens the muscle tissue whereas
    additionally helping retain muscle mass while
    you’re eliminating fat. Yes, all steroid cycles ought to be followed up with post-cycle remedy to both
    retain your features and restore your normal hormone perform.

    The PCT you undertake after utilizing Anavar and the timing of it’ll even be decided by another steroids you’re using.
    A fundamental PCT cycle ought to include SERMs
    corresponding to Nolvadex and Clomid, which could be much more environment friendly when combined with HCG.

    Some critics question anavar, saying winstrol is a superior slicing steroid.
    For efficiency athletes, and people who don’t solely rely on muscle to enhance
    performance Anavar could be a great addition through the off-season.
    For instance for an off-season ice hockey participant, or for a rugby
    participant the outcomes could additionally be extra welcomed throughout this part
    of the season.
    This dosage may help in maintaining lean muscle mass
    during the slicing section. Girls can effectively utilize Anavar for weight reduction by incorporating it as a weight reduction complement,
    adhering to the really helpful dosage, and integrating it right into a
    chopping cycle. First, it permits for a synergistic impact, the place
    the mixed compounds work together to provide extra pronounced results in comparability
    with utilizing Anavar alone. Stacking can even help individuals tailor their cycles to their specific targets, whether
    or not it’s gaining muscle mass, cutting fats, or
    improving athletic performance. Additionally, by strategically combining
    compounds, users might find a way to achieve their desired outcomes more effectively and successfully,
    making probably the most out of their Anavar
    cycle.
    The most common aspect effect of all AAS is liver toxicity and cholestatic jaundice, among others.
    Such adverse effects on the liver are demonstrated in sufferers
    utilizing high dosages of Oxandrolone for greater than 1 yr and concomitant use with other anabolic agents.
    No evidence suggests that brief time period use of Oxandrolone had led to the development
    of liver perform impairment. It Is beneficial to take Anavar tablets two to three times a day, with or with out meals.
    Anavar has a half-life of 9 hours, which implies it
    stays within the system for approximately 18 hours. Splitting the
    every day dosage ensures that there’s a consistent supply of Anavar within the physique.

    Your Anavar dosage will depend upon many things, principally your private objectives and what other steroids you plan to stack
    it with. Novices start with as a lot as 50mg daily, and essentially the most experienced users can typically take up
    to 100mg daily – however such a excessive dose just isn’t recommended for the novice.
    All steroids come with some negatives, however Anavar is at the decrease finish of the size when it comes to unwanted side
    effects and dangers. Most of these will only be of concern if you’re using doses that are too
    high or using the drug for longer than really helpful periods.

    If your body fats is very excessive (or you’re a higher-weight person), it’s best to try and lose as much weight as possible before utilizing a steroid –
    remember that Anavar isn’t a weight reduction miracle drug.
    Ideally, you will need to already be around 15% body fats before utilizing Anavar.
    Anavar can contribute considerably to some lean gains, however for male customers, it’s most unlikely to be a cause for utilizing this steroid.

    Because Anavar is a c-17 alpha-alkylated steroid, alanine aminotransferase
    (ALT) and aspartate aminotransferase (AST) ranges can be expected to rise.

    In the game of bodybuilding, when veins are seen simply beneath the skin’s floor, this is
    named vascularity. Due to the prominence of particular veins, a person’s
    physique might have the appearance of a road
    map from the outside. Paradoxically, the worth of anavar steroid for bodybuilding has progressively
    decreased over the past years.
    Ladies are advised to begin out with 5mg daily within the first
    week and increase to 10mg daily for the following four weeks.
    The PCT protocol you comply with depends on what you
    have entry to and the opposite steroids you would possibly be
    using. Including 2500 IU of HCG weekly for the first two
    weeks of PCT, along with 50 mg of Clomid taken orally twice a day for three to 4 weeks,
    will significantly enhance post-PCT results. Keep In Mind, everyone’s journey is unique, and it’s essential to take heed to
    your physique and adjust your plan as wanted. By following the following
    tips, incorporating advice from experienced people, and staying committed to your targets,
    you probably can unlock the unbelievable results of Anavar earlier than and after.

    Empower your self, keep dedicated, and embrace the transformative energy of Anavar in your fitness journey.
    An advanced Oxandrolone cycle consists of daily administration of 80–100 mg of the steroid for eight weeks.

  • 70918248

    References:

    anabolic steroid results (Emory)

  • 70918248

    References:

    do all bodybuilders take steroids

  • 70918248

    References:

    Classification of steroid (http://www.trefpuntstan.be)

  • Excessive Curler Happy Hour cabins can maintain up to 25 people and may
    even be booked for large parties in search of a personal open bar setting to get their night started.

    Of course, there are other packages you possibly can choose from depending on the variety of guests and how long you plan on enjoying the view.
    The Sky Lounge offers every thing you’d expect from
    a bar, including beer, wine, spirits, and blended drinks.
    You can spend as long as you want within the bar earlier than heading up a degree to board the Excessive Curler itself.
    So, it’s very convenient to purchase a drink here to bring into your High Curler pod.
    The High Curler offers several methods you probably can drink while taking a trip across
    the statement wheel and relishing the sights. The Sky
    Lounge is a full-service bar that you’ll stroll through as quickly
    as you’ve proven your Excessive Roller ticket and gone through safety.

    Foodies will love the various dining choices, from informal spots like In-N-Out Burger to sweet treats at Sprinkles Cupcakes and Ghirardelli.

    Buyers can explore unique stores like Nectar Tub
    Treats and Sky Shop. At evening, the promenade has live music,
    avenue performances, and buzzing nightlife at venues like O’Sheas Pub.

    The cabins embody an open bar and bartender and are available to
    visitors for half-hour – the time taken for one wheel rotation.
    Throughout this one-of-a-kind cocktail expertise, visitors sip cocktails whereas enjoying majestic 360-degree views of the Las Vegas Strip and past.
    Plus, the bar choice is an effective way to keep your visitors entertained
    throughout the ride with out worrying about folks emptying their glasses mid-ride.

    Just make certain everybody makes use of the restroom earlier than the
    30 min open bar experience begins—that’s the one
    factor not available on the Excessive Curler pod itself.
    That stated, how lengthy you’ll have to attend will vary depending on your time and day for the visit.
    You can read my article about the wait time at Excessive Curler to
    study in regards to the busiest and least busy occasions to ride
    the High Curler. Excessive curler slots are nice for players with huge bankrolls
    who need the joys of chasing the biggest jackpots.
    Nevertheless, restrooms are available in the Wheel Home earlier than and after the ride.
    It takes about half-hour to make one revolution, however anticipate to spend up to
    one (1) hour. Teams with reservations have until January 31 to complete their registration with
    all four functions and entry charges. At that time, if your
    squad is filled, we’ll take teams from the Stand By list.
    Since we have made room for approximately 30 extra
    groups, there shall be restricted lanes for the Sweepers
    and No Taps on those nights.
    The Flying Horse Slots seem in lots of high curler rooms,
    together with ARIA Las Vegas. Flying Horse has a hundred paylines and
    the power to wager $100 per spin. High-roller slots are a favorite of
    high-stakes gamblers who want to win massive. They threat a large sum of cash however have a chance for a a lot larger prize.
    Whether they win a jackpot or have a winning session, excessive rollers receive extra money
    with higher payouts.
    The fountains dance to varied songs, showcasing a wonderful
    choreography complemented by beautiful visible effects that go away everybody in awe.

    Experiencing the fountain show earlier than or after your Excessive Roller journey can elevate
    your trip to new heights. Refreshments abound, with a wide array of drink specials
    out there at the bar. Guests can choose to take a seat back and soak in the atmosphere with reside leisure, guaranteeing that the
    power remains high. Many decide to go to Carnaval Courtroom before or after their High
    Curler journey to keep the excitement flowing all through their day on the Strip.
    When it involves refreshments, visitors can go for the ‘Happy Half Hour’ experience,
    where they’ll sip on cocktails all through the experience.

    That means that squads fill shortly with reservations and we at
    the second are officially accepting reservations! Follow the
    above hyperlink to the new brochure, discover the squad you like and
    let us know ASAP! Be prepared with an alternate selection in case your
    squad has already crammed. Nevada Residents all the time
    obtain 50% off any standard High Curler ticket.

    Whereas at the Linq Excessive Roller remember to
    go to the Linq Promenade for locals reductions at collaborating retail outlets.
    Shopping For a ticket beforehand is an excellent concept if you don’t need to miss any reductions and also
    you wish to skip the road in front of the ticket counter
    to board. The Las Vegas Excessive Roller normally operates from 2 pm
    til midnight daily of the week throughout the year.
    If you insist on a personal and classy experience, the Wynn Sky online Casino High roller located on the 63rd flooring of the Encore Tower is your selection. However, to enter you have to carry at
    least $300,000 in prepared cash. Right Here I list the top 10 properties you
    must visit in Las Vegas in case you are a high-roller. All of
    those venues provide excessive restrict playing and are an ideal match for anyone who enjoys the joys of
    Las Vegas.
    Plus, its prime location ensures a straightforward commute to all the close by highlights.
    Everyone who visits calls this place their favorite, and it’s simple to see why.
    With fantastic meals, gorgeous views, and an incredible atmosphere, who wouldn’t make this their go-to spot?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *